গুরুত্বপূর্ণ কার্যক্রমঃ
ভিশন
সমন্বিত শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বিনির্মাণ এবং আই. সি. টি.র মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়ন।
মিশন
মানসম্পন্ন শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বিনির্মাণ, ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা, আই. সি. টি. শিক্ষা প্রসারের মাধ্যমে জাতীয় উন্নয়নে তথ্য ও তথ্যনির্ভর পরিকল্পনা নিশ্চিত করা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা।
লক্ষ্য ও উদ্দেশ্য
- জাতীয় পর্যায়ে শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণ, সংকলন, সরবরাহ ও প্রচার করা।
- দেশে শিক্ষা শুমারি, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় জরিপসহ নানা ধরনের বিশ্লেষণধর্মী তথ্যের জন্য জনমত জরিপ করা।
- শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রতিষ্ঠানের অবকাঠামোসহ অন্যান্য তথ্যের ডাটাবেইস প্রণয়ন ও Education GIS (School Mapping) এর মাধ্যমে ডাটা ওয়্যার হাউসকে সমৃদ্ধ করা।
- শিক্ষাতথ্য বিশ্লেষণের মাধ্যমে শিক্ষা পরিকল্পনা ও মূলনীতি প্রণয়নকারী সংস্থাসমূহে হালনাগাদ তথ্য সরবরাহ নিশ্চিত করা।
- জাতীয় পর্যায়ে একটি বিশেষায়িত ডিজিটাল লাইব্রেরি পরিচালনা করা।
- শিক্ষাক্ষেত্রে সকল ধরনের শিক্ষা সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহ করে একটি শিক্ষা বিষয়ক জাতীয় ডকুমেন্টেশন সেন্টার পরিচালনা করা।
- শিক্ষা ক্ষেত্রে সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (আই.ই.আই.এম.এস.) প্রতিষ্ঠা করা এবং এর Focal Point হিসেবে কাজ করা।
- বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় নিয়মিত শিক্ষা সংক্রান্ত তথ্য সরবরাহ করা।
- শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিষয়ে গবেষণা কার্য পরিচালনা করা।
- শিক্ষা ক্ষেত্রে আই. সি. টি. প্রশিক্ষণ প্রদান ও আই. সি. টি. শিক্ষা প্রসারে ব্যবস্থা গ্রহণ।
- উপজেলা পর্যায়ে আই.সি.টি. প্রশিক্ষণ প্রদান এবং শিক্ষার রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা।