Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

আমরা জানি যে বর্তমান সরকার ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসে।  আর ডিজিটাল বাংলাদেশ গড়তে গেলে প্রথমেই যে জিনিসটি চলে আসে তা হলো শিক্ষাক্ষেত্রে আইসিটি শিক্ষার জোর দেয়া এবং সেই সাথে আইসিটি ইন এডুকেশন ব্যবস্হ্য চালু করার কোন বিকল্প নেই।  সেক্ষেত্রে প্রথমেই যা প্রয়োজন তা হলো জাতি গঠনের মেরুদন্ড শিক্ষকগনকে আইসিটি শিক্ষায় প্রশিক্ষিত করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গঠিত ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের ১৯৭৪ সালে প্রনীত সুপারিশের প্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশে পৃথক একটি শিক্ষা তথ্য সংস্থা হিসাবে Bangladesh Bureau of Educational Information and Statistics(ব্যানবেইস) প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারের ভিশন-২০২১ ও SDG বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে আইসিটি প্রশিক্ষণ প্রদানে ব্যানবেইস অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে এবং এরই ধারাবাহিকতায় ব্যানবেইসসরকারের সহয়তায় মাঠপর্যায়ে দ্রুত আইসিটি শিক্ষা প্রসারের জন্য উপজেলা পর্যায়ে "উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE)" স্থাপন করেছে। বর্তমানে ১২৫ টি উপজেলায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) রয়েছে এবং আরও ১৬০ টি সেন্টার স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে UITRCE কার্যক্রম পরিচালনার জন্য একজন সহকারি প্রোগ্রামার নিয়োগ করা হয়েছে যার অধীনে রয়েছে একজন কম্পিঊটার অপারেটর, একজন ল্যাব সহায়ক এবং একজন নিরাপত্তা প্রহরী। প্রত্যেকটি আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) এ ২৪ টি কম্পিঊটার সহ একটি আধুনিক ল্যাব, স্থাপন করা হয়েছে।

 

বাংলাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ রয়েছে কয়েক লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এবং এ সকল প্রতিষ্ঠানে কয়েক লক্ষ শিক্ষক শিক্ষা প্রদান করছেন যাদের বেশিরভাগেরই আইসিটি বিষয়ক জ্ঞান বিশেষত আইসিটি ইন এডুকেশন সম্পর্কে ধারনা নেই বললেই চলে। এই লক্ষ্যে a2i প্রকল্পের মাধ্যমে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ কার্যক্রম চালু করে এবং এর সাথে ব্যানবেইস ও টিচার্স ট্রেনিং কলেজ যুক্ত হয়। কিন্তু ট্রেইনিংটি ঢাকা কেন্দ্রিক হওয়াতে এত বিশাল সংখ্যক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে দীর্ঘ্যসূত্রিতার ব্যাপারটি সামনে এসে দাড়াঁয়। আর এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ব্যানবেইসের অধীনে মাঠ পর্যায়ে দ্রুত আইসিটি শিক্ষা প্রসারের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) স্থাপন করে। মাঠ পর্যায়ে দ্রুততার সাথে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্নের ক্ষেত্রে যে কোন প্রতিষ্ঠানের চেয়ে UITRCE বর্তমানে বেশ সফলতার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

 

উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) কার্যক্রম শুরুর পর থেকে জুন/২০১৭ পর্যন্ত প্রায় এক লক্ষাধিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর শিক্ষক কে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রতিটি প্রশিক্ষণ ছিল অত্যন্ত মান সম্পন্ন। প্রত্যেকটি আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) এ ২৪ টি কম্পিঊটার সহ একটি আধুনিক ল্যাব রয়েছে, বর্তমানে যেখানে নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া শিক্ষা সংক্রান্ত যেকোন পরিসংখ্যান মাঠ পর্যায়ে UITRCE এর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে এবং এর ফলে ব্যানবেইস এর কার্যক্রম এর গতি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ব্যানবেইস এর অধীনে CRVS প্রকল্পের কার্যক্রম চলমান। ইতিমধ্যে ৯ টি উপজেলায় এর পাইলটিং কার্যক্রম UITRCE মাধ্যমে সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়েছে।