Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

সাম্প্রতিক বছর সমূহের প্রধান অর্জন সমূহঃ

“সমন্বিত শিক্ষাতথ্য বিনির্মাণ এবং মানসম্মত আইসিটি প্রশিক্ষণ প্রদান” এ ভিশন নিয়ে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), ডিমলা, নীলফামারী কাজ করে যাচ্ছে।

 

পরিসংখ্যান ডাটা সংগ্রহ: ইউআইটিআরসিই, ডিমলা, নীলফামারী গত ২০১৮, ২০১৯ ও ২০২০ সনে ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন জরিপের মাধ্যমে প্রতিবছর ডিমলা উপজেলার প্রায় ৯0টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ যথাসময়ে সম্পন্ন করে। এছাড়া এই ৯ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের GIS এর ডাটা হালনাগাদকরণ সম্পন্ন করেছে। মাধ্যমিক পর্যায়ের  (৬ষ্ঠ-১০ম) ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তথ্য যথাসময়ে হালনাগাদের কাজ ও প্রতি বছর করে থাকে ।

 

আইসিটি বিষয়ক প্রশিক্ষণ: গত তিন বছরে ইউআইটিআরসিই, ডিমলা, নীলফামারী, এ প্রাথমিকোত্তর স্তরের 432 জন শিক্ষককে ১৫ দিন ব্যাপী বেসিক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং “কম্পিউটার হার্ডওয়ার মেইন্টেনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং” মডিউলে ৭২ জন শিক্ষককে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

ই-সেবা: ইউআইটিআরসিই, ডিমলা, নীলফামারী, গত ২০১৮, ২০১৯ ও ২০২০ সনে ৫৩০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ধরণের ই-সেবা প্রদান করেছে।